সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
প্রকাশক হত্যা

চোরাগোপ্তা হামলা হচ্ছে : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ব্লগার ও প্রকাশকদের ওপর চোরাগোপ্তা হামলা হচ্ছে। তাই এর রহস্য উদ্ঘাটনে সময় দিতে হবে। গতকাল রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে যুগ্ম জেলা ও দায়রা জজ এবং সমমর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তাদের এক কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।  তিনি বলেন, হত্যাকারীদের বিচারের আওতায় এনে দ্রুততম সময়ের মধ্যে বিচার করা হবে। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এর আগে আইনমন্ত্রী প্রধান অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত নিæ আদালতের বিচারকদের উদ্দেশে বলেন, বিচারপ্রার্থী জনগণ যাতে স্বল্পগু খরচে স্বল্পতম সময়ে ন্যায়বিচার পায় তা নিশ্চিত করতে হবে। এজন্য বিচারকদের কৌশল অর্জনে মানসম্মত ও কার্যকরী প্রশিক্ষণের বিকল্প নেই। বিন্দুমাত্র লোভ বা অসততার কারণে সাধারণ মানুষের মধ্যে বিচার বিভাগ সম্পর্কে বিরূপ ধারণার সৃষ্টি না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মুসা খালেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ১২৭তম এ প্রশিক্ষণ কর্মশালায় ৩৭ জন বিচারক অংশ নিয়েছেন। এ কর্মশালা ১৫ নভেম্বর পর্যন্ত চলবে।

সর্বশেষ খবর