বুধবার, ৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্যারিসে অভিজিতের নামে সড়ক

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশে দুর্বৃত্তদের হামলায় নিহত ব্লগার অভিজিৎ রায়ের নামে প্যারিসের একটি সড়কের নামকরণ করা হয়েছে। প্যারিসে বাংলাদেশ দূতাবাস যে সড়কটিতে অবস্থিত সেই সড়কের নাম রাখা হয়েছে ‘ব্যুহ (স্ট্রিট) অভিজিৎ রায়’। সোমবার সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি অবসানের আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে এ নামকরণ করা হয়। রিপোর্টার্স উইথআউট বর্ডার এ অনুষ্ঠানের আয়োজন করে। অভিজিৎ রায় মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা। তিনি ব্লগার ও বিজ্ঞান লেখক ছিলেন। চলতি বছরের ২৬ ফেব্র“য়ারি ঢাকায় প্রকাশ্যে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। প্যারিসের হেনরি মার্টিন এভিনিউয়ে বাংলাদেশ দূতাবাস অবস্থিত। বাংলাদেশ দূতাবাসে যাওয়ার এ রাস্তাকে ‘রুই অভিজিৎ রায়’ হিসেবে অভিহিত করে সংগঠনটি। এ ছাড়া পাকিস্তান, রাশিয়া, ইরান, লেবানন, তিউনিসিয়া দূতাবাসের সামনের সড়কের নাম বদল করে নিজ নিজ দেশের নির্যাতিত সাংবাদিক, ব্লগার লেখকের প্রতীকী প্রতিবাদের পাশাপাশি সড়কগুলোর স্থায়ী নামকরণের দাবি জানানো হয়। এ ব্যতিক্রমী প্রতিবাদের উদ্দেশ্য হলো, প্রতিটি দেশ যেন নির্যাতিত সাংবাদিক, ব্লগার ও লেখকের কথা স্মরণ করে এবং তাদের ভুলে না গিয়ে ন্যায়বিচার নিশ্চিত করে।

 বাংলাদেশ সময় গতকাল সন্ধ্যায় অভিজিৎ রায়ের স্ত্রী রাফিদা আহমেদ বন্যা তার ফেসবুক স্ট্যাটাসে এ নামকরণের সঙ্গে জড়িতদের ধন্যবাদ জানান। বন্যা বলেন, ‘এই সম্মান আমাদের দেশের সকল আক্রান্ত ও নিহত ব্লগার/প্রকাশক/সাংবাদিকের, যাঁরা এখনো সাহস নিয়ে কাজ করে যাচ্ছেন, লিখে যাচ্ছেন, রাস্তায় নেমেছেন প্রতিবাদ জানাতে তাঁদের সকলের।’

সর্বশেষ খবর