বুধবার, ৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সার্কভুক্ত চার দেশের চুক্তির আওতায় পণ্য পরিবহন শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটানের মধ্যে সম্পাদিত মোটর ভেহিক্যাল চুক্তির আওতায় পরীক্ষামূলকভাবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর হয়ে ভারতের ত্রিপুরায় গেল একটি ভারতীয় মালবাহী ট্রাক। গতকাল দুপুর  দেড়টার দিকে কলকাতার ভোডাফোনের সরঞ্জামাদি নিয়ে একটি ট্রাক ও কলকাতার ডিএইচএল গ্লোবাল ফরওয়ার্ডিং কোম্পানির চার সদস্যের প্রতিনিধি দল বহনকারী একটি মাইক্রোবাস ত্রিপুরার আগরতলায় প্রবেশ করে। এর আগে দুপুর ১২টায় কড়া পুলিশি পাহারায় মালবাহী ট্রাক ও ভারতীয় প্রতিনিধি দলকে বহনকারী মাইক্রোবাসটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছায়। পরে কাস্টমসের প্রয়োজনীয় কাজ শেষে দুপুর দেড়টার দিকে ট্রাক ও মাইক্রোবাসটি আগরতলা প্রবেশ করে। ট্রাকটি আগরতলা হয়ে সরাসারি গৌহাটি যাবে বলে জানা গেছে। আখাউড়া স্থলবন্দরের সহকারী কমিশনার মিহির কিরণ চাকমা জানান, ট্রানজিট সুবিধার আওতায় এটি ভারত-বাংলাদেশের মধ্যে মালামাল পরিবহনের প্রথম চালান বলেও জানান তিনি।

সর্বশেষ খবর