বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
প্রকাশক হত্যা নিয়ে আইনমন্ত্রী

সন্দেহের তালিকায় বিএনপি-জামায়াত নেতারা শীর্ষে

নিজস্ব প্রতিবেদক

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি-জামায়াতের বক্তব্য ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি থেকে বোঝা যায়, ব্লগার-প্রকাশক হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত! এসব হত্যাকাণ্ডকে ঘিরে সন্দেহের যে তালিকা রয়েছে, তাতে বিএনপি-জামায়াতের নেতারা শীর্ষে। এই সন্দেহের যথেষ্ট ভিত্তি রয়েছে। যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের খসড়া মন্ত্রিসভায় পাঠানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী মার্চে এটা মন্ত্রিসভায় পাস হবে বলে আশা করি। সংবিধান দিবস উপলক্ষে ‘৭২-এর সংবিধান : যুদ্ধাপরাধীদের বিচার এবং মৌলবাদ সন্ত্রাস নির্মূলের ব্যবস্থাপত্র’ শীর্ষক আলোচনা সভায় আইনমন্ত্রী এ কথা বলেন। একাত্তরের ঘাতক-দালাল-নির্মূল কমিটির উদ্যোগে গতকাল বিকালে রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমিটির উপদেষ্টা বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের সভাপতিত্বে সূচনা বক্তব্য দেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান, বাংলাদশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম প্রমুখ বক্তব্য দেন।

সর্বশেষ খবর