শিরোনাম
শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

খালেদার দুই মামলার সাক্ষ্যগ্রহণ ১২ নভেম্বর

আদালত প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১২ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। গতকাল পুরান ঢাকার বকশিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদ্দার এ দিন ধার্য করেন। এর আগে খালেদা জিয়ার অনুপস্থিতিতে মামলার সাক্ষীদের জেরা শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়।  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার অপর আসামিরা হলেন বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান। অপরদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার অন্য তিন আসামি হলেন খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব, বর্তমানে বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডক্টর জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

সর্বশেষ খবর