শনিবার, ৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

দেশে কোনো রাজনৈতিক সংকট নেই : ইনু

কক্সবাজার প্রতিনিধি

এই মুহূর্তে দেশে কোনো রাজনৈতিক কিংবা সাংবিধানিক সংকট নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আরও অনেক দূর এগিয়ে যাবে। মন্ত্রী গতকাল বিকালে কক্সবাজার শহীদ দৌলত ময়দানে জেলা জাসদের সম্মেলন উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে  একথা বলেন। মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাস, নাশকতা ও অন্তর্ঘাত হত্যা করে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে দেশকে সংবিধানের বাইরে ঠেলে দিয়ে অস্বাভাবিক সরকার আনার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি বলেন, আগুন সন্ত্রাসী জঙ্গিবাদী গুপ্তহত্যাকারীদের সঙ্গে মিটমাটের কোনো সুযোগ নেই। যেভাবে একাত্তর-এ পাকিস্তানের সঙ্গে মিটমাটের কোনো সুযোগ ছিল না। জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুলের সভাপতিত্বে ও শহর জাসদ সভাপতি মোহাম্মদ হোসেন মাসুর পরিচালনায় এ সময় আরও বক্তব্য রাখেন- জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি, কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জাসদ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নঈমুল হাসান জুয়েল প্রমুখ। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট একে আহমদ হোসেন, কেন্দ্রীয় নারী জোটের আহ্বায়িকা আফরোজা হক রিনা, জাসদের কেন্দ্রীয় নেতা অ্যাড. আবদুর রশিদ, আবদুল্লাহ হিল কাইয়ুম, জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাড. আবুল কালাম আজাদ ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক রূপনাথ চৌধুরী নাচ্ছু।

সর্বশেষ খবর