রবিবার, ৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

অবশেষে চীন-তাইওয়ানের ঐতিহাসিক বৈঠক

প্রতিদিন ডেস্ক

দীর্ঘ ছয় দশক পর চীন আর তাইওয়ানের নেতারা এই প্রথম ঐতিহাসিক বৈঠকে বসলেন সিঙ্গাপুরে। বৈঠকের আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং জিউ করমর্দন করেন। সেটিকেও ঐতিহাসিক বলা হচ্ছে। ১৯৪৯ সালে গৃহযুদ্ধের পর চীন থেকে পৃথক হয়ে যায় তাইওয়ান। এরপর থেকে তাদের মধ্যে গড়ে ওঠে অবিশ্বাসের পাহাড়। তাইওয়ানকে এখনো নিজের অংশ মনে করে চীন। আর তাইওয়ান নিজেকে মনে করে স্বাধীন দেশ।  চীনাদের আশা তাইওয়ান একদিন মূল চীনের সঙ্গে যুক্ত হবে। আলোচনার শুরুতে তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং জিউ বলেছেন, দুপক্ষেরই উচিত অন্য দেশের মূল্যবোধ এবং জীবনযাত্রাকে শ্রদ্ধা করা। অন্যদিকে চীনের  প্রেসিডেন্ট শি জিন পিং বলেছেন, আমরা একই পরিবারভুক্ত। তিনি তাদের এই বৈঠককে ‘ঐতিহাসিক’ বর্ণনা করে বলেন, দুদেশের সম্পর্কে এক নতুন অধ্যায় শুরু হলো। মূলত মা ইং জিও তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ২০১০ সালে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ঘটতে শুরু করে দেশটির। গতকাল বৈঠকে হাস্যোজ্জল ছিলেন দুই প্রেসিডেন্ট। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পরনে ছিল লাল রংয়ের টাই, যা ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রতীক। এএফপি

 

সর্বশেষ খবর