সোমবার, ৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

নোয়াখালী বিভাগ দাবিতে ৬ কিলোমিটার জুড়ে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী বিভাগ দাবিতে ৬ কিলোমিটার জুড়ে মানববন্ধন

নোয়াখালী বিভাগ বাস্তবায়ন দাবিতে গতকাল জেলা শহর মাইজদী প্রধান সড়কে ছয় কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে নেতৃত্ব দেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। -বাংলাদেশ প্রতিদিন

নোয়াখালী-ফেনী-লক্ষীপুরসহ পার্শ্ববর্তী জেলা নিয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে গতকাল সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহর মাইজদী প্রধান সড়কে ৬ কিলোমিটার লম্বা মানববন্ধন ও পরে বিশাল সমাবেশ করা হয়েছে। নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে এ মানববন্ধনে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি উপাচার্য ড. এম অহিদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, বিভাগ বাস্তবায়ন কমিটির সদস্যসচিব সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দীন শাহিন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম হায়দার বিএসসি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মেয়র হারুনুর রশিদ আজাদ, নোয়াখালী প্রেসক্লাব সভাপতি আলমগীর ইউসুফ, সাবেক অধ্যক্ষ কাজী মো. রফিক উল্যা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ.বি.এম জাকারিয়া, সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন, পিপি এটিএম মহিব উল্যা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মিলন, আবদুল ওয়াদুদ পিণ্টু, সহিদ উল্যা খান সোহেল, সামছুদ্দিন জেহান, ফখরুল ইসলাম মণ্টু, এলজিইডি ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মাহমুদুর রহমান জাবেদ, ঠিকাদার মো. ইসমাইল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা মমিন, ঠিকাদার মো. কাজী গিয়াস উদ্দিন, সাংবাদিক আকবর হোসেন সোহাগসহ জেলার বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা-কর্মী ও স্কুল-কলেজের হাজার হাজার শিক্ষার্থী। মানববন্ধনের একটাই দাবি ছিল- ‘নোয়াখালী বিভাগ চাই, এ প্রশ্নে আপস নাই’। মানববন্ধন শেষে সমাবেশ এবং পরে প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়।

সর্বশেষ খবর