সোমবার, ৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এমপির বেপরোয়া ভাতিজারা সংবাদে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সরকার দলীয় সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম আমান উল্লাহর গুণধর তিন ভাতিজার কর্মকাণ্ড নিয়ে গতকাল দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রথম পৃষ্ঠায় ‘এমপির বেপরোয়া ভাতিজারা’ শিরোনামে লিড নিউজ প্রকাশে ভালুকা, ময়মনসিংহ তথা সারা দেশে তোলপাড় শুরু হয়েছে। ভাতিজাদের অনিয়ম ও দখলবাজির খবর ফাঁস হয়ে যাওয়ায় চরম বেকায়দায় পড়েছেন প্রবীণ সংসদ সদস্য আমান উল্লাহ। প্রকাশিত খবরটি গতকাল ছিল ‘টক অব দ্য ময়মনসিংহ’। বাংলাদেশ প্রতিদিনের এদিনের সংখ্যা নিয়ে ছিল কাড়াকাড়ি। গোটা উপজেলায় আলোড়ন সৃষ্টি করা এ প্রতিবেদনটি স্থানীয় বাসিন্দাদের কাছে ছিল হট কেক। উপজেলা বাসস্ট্যান্ড, অফিস, মিল ফ্যাক্টরি, চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই আলোচনার শীর্ষে ছিল এ সংবাদ। গতকাল সকালেই ফুরিয়ে যায় বাংলাদেশ প্রতিদিনের সব কপি। উৎসুক মানুষ এ সময় পত্রিকা আনতে ময়মনসিংহ শহরে ভিড় করেন। কিন্তু সেখানেও শুরু হয় বাংলাদেশ প্রতিদিন নিয়ে কাড়াকাড়ি। স্থানীয়রা জানান, প্রতিদিনের কপি না পেয়ে উপজেলার প্রত্যন্ত পল্লী অঞ্চলে এ খবরের ফটোকপি সংগ্রহের ধুম পড়ে যায়। এমপির গুণ্ডা ভাতিজাদের কর্মকাণ্ডের খবর প্রকাশ করায় বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও সংশ্লিষ্ট প্রতিবেদকের সাহসী ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এলাকার বাসিন্দারা। এদিকে গতকাল এমপির তিন ভাতিজা ও তাদের লালিত সন্ত্রাসীরা বিভিন্ন পত্রিকা স্টলে গিয়ে বাংলাদেশ প্রতিদিনের কপি ছিনিয়ে নেয়। এ সময় পত্রিকা দিতে অস্বীকৃতি জানালে হকারদের ওপরও চড়াও হয়।

সর্বশেষ খবর