সোমবার, ৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সহযোগিতা করলে লাভবান হয় বাংলাদেশ যুক্তরাষ্ট্র : টড

কূটনৈতিক প্রতিবেদক

সদ্য বাংলাদেশ সফর করে যাওয়া মার্কিন পররাষ্ট্র দফতরের প্রিন্সিপাল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উইলিয়াম টড বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র যখন পারস্পরিক সহযোগিতা করে তখন উভয় দেশই লাভবান হয়। গতকাল মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টড বাংলাদেশ সফরে এখানকার পদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতার ইস্যুগুলো নিয়ে আলোচনা করেন। এসব আলোচনায় নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতার বিষয়গুলোও ওঠে আসে। আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারীর ক্ষমতায়ন ও সন্ত্রাসবাদ মোকাবিলাসহ নানা ইস্যুতে পারস্পরিক সহযোগিতা করছি। এই সফরে উইলিয়াম টডের সঙ্গী ছিলেন মার্কিন পররাষ্ট্র দফতরের নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশ-বিষয়ক ডেস্কের পরিচালক ক্লিনটন ব্রাউন।

সর্বশেষ খবর