সোমবার, ৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

দেশ ভয়াবহ সংকটের দিকে এগোচ্ছে

পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, দেশ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। ভয়াবহ সংকটের দিকে এগোচ্ছে। ইসলাম, দেশ ও মানবতার বিরুদ্ধে গভীর চক্রান্ত চলছে। বিশেষ করে ৯২ ভাগ মুসলমানের দেশে ইসলামকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে। ইসলামপন্থিদের কোণঠাসা করা হচ্ছে। গতকাল ইসলামী আন্দোলনের কামরাঙ্গীরচর থানা শাখার উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত উলামা ও সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

থানা সভাপতি আলহাজ হারুন বাদশার সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মদ ইয়াকুব হোসেনের পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন মাওলানা ইউনুছ আহমাদ, ডা. মুখতার হুসাইন, অ্যাডভোকেট জিন্নাত আলী, মাওলানা ফখরুল ইসলাম, আলহাজ আলতাফ হোসেন, মাওলানা এইচ এম সাইফুল ইসলাম প্রমুখ। 

পীর চরমোনাই বলেন, নড়াইলে দিনদুপুরে ইসলামী আন্দোলনের অফিস থেকে আমাদের ৩৫ জন নেতা-কর্মীকে গ্রেফতার করে জামায়াত-শিবির বলে চালিয়ে দেওয়া হচ্ছে। অবিলম্বে নেতা-কর্মীদের মুক্তি দিতে হবে। একটি নিবন্ধিত সংগঠনের নেতা-কর্মীদের দলীয় অফিস থেকে গ্রেফতার করার অপরিনামদর্শী খেলা বন্ধ করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর