সোমবার, ৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্রকাশক দীপন হত্যার প্রতিবাদে অনশন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ী-লেখক-প্রকাশকসহ নানা পেশার মানুষ। গতকাল বিকালে আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে মার্কেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এদিকে চাপাতি ত্রাস, গুম-খুন ও বিচারহীনতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সরকারের কাছে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টির দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন। গতকাল বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সংহতি সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

 গণসংহতি আন্দোনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঢাবি ইতিহাস বিভাগের অধ্যাপক আহমেদ কামাল, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবদুস সালাম, ফিরোজ আহমেদ, বাম মোর্চা আন্দোলনের সমন্বয়ক মোশারফ হোসেন, মওলানা ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক আবু নোমান খান, গার্মেন্ট শ্রমিক সংহতির সভা প্রধান তাসলিমা আক্তার, নারী সংহতির সভাপতি শ্যামলী শীল, লেখক-শিল্পী অরূপ রাহী প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর