মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

তিন মামলায় শওকত মাহমুদের জামিন

নিজস্ব প্রতিবেদক

নাশকতার অভিযোগে রাজধানীর রমনা ও খিলগাঁও থানার তিন মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে শওকত মাহমুদের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তাকে সহযোগিতা করেন আইনজীবী মোরসেদ আল মামুন। ৯ জানুয়ারি রমনা থানায় দুটি ও ৩০ জানুয়ারি খিলগাঁও থানায় একটি মামলা করে পুলিশ।

 ১৮  সেপ্টেম্বর নাশকতার মামলায় শওকত মাহমুদকে  গ্রেফতার করা হয়। তাকে এ পর্যন্ত মোট ২০টি মামলায় গ্রেফতার দেখান হয়েছে। এর মধ্যে পাঁচটি মামলায় তিনি জামিন পেয়েছেন। তিনি বর্তমানে গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর