মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

শহীদ নূর হোসেন দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

শহীদ নূর হোসেন দিবস আজ। ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচারবিরোধী গণআন্দোলন চলাকালে রাজধানীর জিরোপয়েন্ট এলাকায় (বর্তমান শহীদ নূর হোসেন স্কয়ার) পুলিশের গুলিতে শহীদ হন যুবলীগ কর্মী নূর হোসেন। বুকে-পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক/স্বৈরাচার নিপাত যাক’ লিখে বিক্ষোভ প্রদর্শনকালে পুলিশ তাকে গুলি করে। এরপর থেকে দিনটি বিভিন্ন রাজনৈতিক দল ‘গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবে পালন করে আসছে। তার রক্তের ধারা বেয়েই নব্বইয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসকের পতন ঘটে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠন আজ সকাল ৭টায় শহীদ নূর হোসেন স্কয়ারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনের এ মহান শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবে। এছাড়া জুরাইন কবরস্থানে যুবলীগ দোয়া মাহফিলের আয়োজন করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সংগঠনের সব শাখা ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ ছাড়া বিএনপি, সিপিবি, গণফোরাম, জাসদ, ওয়ার্কার্স পার্টি, বাসদ,গণতন্ত্রী পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন নূর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবে। এদিকে, নূর হোসেন দিবস উপলক্ষে এক বিবৃতিতে সাবেক ছাত্রনেতা শফি আহমেদ বলেন, নূর হোসেন টার্গেট কিলিংয়ের শিকার। যারা তাকে হত্যা করেছিল তারা এখনো ক্ষমতার হালুয়া রুটির ভাগ নিয়ে ভালোই আছেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর