মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

নন-এমপিও শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছেই

নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। ২৮ অক্টোবর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। শিক্ষক-কর্মচারী ফেডারেশন আয়োজিত এ লাগাতার কর্মসূচির ১৫তম দিনেও গতকাল তাদের দাবি মেনে নেয়নি সরকার। স্কুল, কলেজ, কারিগরি ও মাদ্রাসার স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে এ কর্মসূচি চলছে। শিক্ষক নেতারা শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবির মধ্যে স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি করতে হবে, যোগদানের তারিখ হতে বয়স গণনা করতে হবে, নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি ও পাঠদান বন্ধ রাখা উল্লেখযোগ্য।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর