মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

জলবায়ু তহবিল থেকে সরকারের ঋণের আগ্রহেটি আইবির উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

অনুদানের পরিবর্তে জলবায়ু তহবিল থেকে সরকারের ঋণ নেওয়ার আগ্রহে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বিষয়টি পুনর্বিবেচনা করে আসন্ন প্যারিস সম্মেলনে ঋণের পরিবর্তে অনুদান পাওয়ার কথা জোরালোভাবে উত্থাপনের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে টিআইবি। গতকাল এক বিবৃতিতে এ দাবি জানায় সংস্থাটি।

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে যখন অপরাপর দেশের সঙ্গে বাংলাদেশ আসন্ন প্যারিস চুক্তিতে অনুদানকে স্বীকৃতি দিয়ে জলবায়ু অর্থায়নের সর্বসম্মত সংজ্ঞা নির্ধারণের দাবি উত্থাপন করতে যাচ্ছে, ঠিক তখনই সরকারের এই অবস্থান ক্ষতিগ্রস্ত দেশগুলোর যথাযথ ক্ষতিপূরণ প্রাপ্তির পথে অন্তরায় হিসেবে কাজ করবে।

সর্বশেষ খবর