মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

১৫ ডিসেম্বরের মধ্যে অনলাইন পত্রিকা নিবন্ধনের আবেদন

নিজস্ব প্রতিবেদক

সব অনলাইন গণমাধ্যমকে নিবন্ধনের আওতায় আনতে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সরকার। অপসাংবাদিকতা রোধে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল এক তথ্যবিবরণীতে এ কথা জানিয়েছে সরকার। তবে তথ্যবিবরণীতে বিভিন্ন পত্রিকার অনলাইন ভার্সনের নতুন করে নিবন্ধের বিষয়ে কিছু বলা হয়নি। তথ্যবিবরণীতে বলা হয়, দেশের অনলাইন পত্রিকার প্রকাশকদের পত্রিকা প্রকাশের ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং অপসাংবাদিকতা রোধ করার লক্ষ্যে সরকার অনলাইন পত্রিকা নিবন্ধন কার্যক্রম চালু করেছে। এ লক্ষ্যে নির্ধারিত নিবন্ধন ফরম ও একটি প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণ করে তথ্য অধিদফতরে জমা দিতে হবে। আবেদন ফরম এবং প্রত্যয়নপত্রের নমুনা তথ্য অধিদফতরের ওয়েবসাইটে পাওয়া যাবে।

সর্বশেষ খবর