বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

দেশ এখন বিশৃঙ্খলার দিকে

দেশ এখন বিশৃঙ্খলার দিকে

দেশ ক্রমান্বয়ে বিশৃঙ্খলার দিকে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ। তিনি বলেন, শান্তি রক্ষার নামে পুলিশ সারা দেশে অভিযান চালিয়ে বাণিজ্য করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিরোধী দলের বিরুদ্ধে লাগিয়ে সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে সরকার। এভাবে একটি দেশ চলতে পারে না। ক্রমান্বয়ে  বিশৃঙ্খলার দিকে যাচ্ছে দেশ। ইতিমধ্যে মিথ্যা অভিযোগে ৩৫ হাজার  নেতা-কর্মীকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। গতকাল জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী জিয়া সমাজকল্যাণ পরিষদ আয়োজিত  ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সংগঠনের সাধারণ সম্পাদক এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে কল্যাণ পার্টির  চেয়ারম্যান  মেজর  জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মাদ ইবরাহিম বীর প্রতীকসহ অনেকেই বক্তব্য দেন।  হান্নান শাহ বলেন, একটি গোয়েন্দা সংস্থার সদর দফতরের কাছে মিলিটারি পুলিশের ওপর হামলা হয়েছে। দেশে কারও জীবনের নিরাপত্তা নেই। আইনশৃঙ্খলা বাহিনীকে সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে না। অধিকাংশ সন্ত্রাসী আওয়ামী লীগের। তাদের  গ্রেফতার করা হচ্ছে না। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। তিনি বলেন, আওয়ামী লীগ রক্ষীবাহিনীর ধ্যান-ধারণা ভুলে যায়নি। আমরা আশঙ্কা করছি, সরকার আবারও রক্ষীবাহিনী করে কি না। রক্ষীবাহিনীর অত্যাচারে গ্রাম-গঞ্জের মানুষ থাকতে পারেনি। আর এখন সরকারের সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে মানুষ অতিষ্ঠ। প্রতিদিন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সন্ত্রাস করছে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, বিদেশি নাগরিক হত্যার ২৪ ঘণ্টার মধ্যে বলে দিলেন, বিএনপি-জামায়াত জড়িত। আর তদন্ত কর্মকর্তারা বলেছেন, এখনো কোনো ক্লু পায়নি। আসল কথা হল ধর্মের কল বাতাসে নড়ে।

-নিজস্ব প্রতিবেদক

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর