বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

দুই বিদেশি হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমা কূটনীতিকরা অতি বাড়াবাড়ি করছে

-- তাহজীব আলম সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক

স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী (ঝিনাইদহ-৩) বলেছেন, দুই বিদেশি হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমা কূটনীতিকরা অতি বাড়াবাড়ি করছে। যারা নিজেদের যুদ্ধবাজ পররাষ্ট্রনীতি দিয়ে সারা বিশ্বে মৌলবাদ এবং জঙ্গিবাদের বীজ বপন করেছে, তারাই আজ বাংলাদেশকে বিশ্ব বিবেকের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চাচ্ছে। সম্প্রতি বাংলাদেশে ইতালীয় এবং জাপানি নাগরিকের দুঃখজনক হত্যাকাণ্ডের ঘটনা নিন্দনীয় হলেও এ নিয়ে পশ্চিমা কূটনীতিকরা যে প্রতিক্রিয়া দেখাচ্ছেন তা অতি বাড়াবাড়ি বলে উল্লেখ করেন তিনি। জাতীয় সংসদে গতকাল অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, পশ্চিমা কূটনীতিকদের বাড়াবাড়ি রকমের প্রতিক্রিয়ায় মনে হচ্ছিল, তালেবানরা যেমন পরাশক্তির দম্ভ চূর্ণ করে আফগানিস্তানের কুন্দজ দখল করেছে, ঠিক তেমনিভাবে কোনো অদৃশ্য মৌলবাদী শক্তি হয়তোবা বাংলাদেশ দখল করে নিতে যাচ্ছে। স্থানীয় ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এবং মৌলবাদের বিষবাষ্প আজকে সারা বিশ্বেই কম-বেশি হুমকি হয়ে দাঁড়াচ্ছে, তার উৎপত্তিস্থল কোথায়? তাহজীব আলম বলেন, কিছু বিপদগামী, পথভ্রষ্ট মানুষ ছাড়া সব বাঙালিই ওই ঘটনাতে দুঃখ পেয়েছে, লজ্জিত হয়েছে। কিন্তু বাংলাদেশের এ দুটি হত্যাকাণ্ডের ঘটনার প্রায় কাছাকাছি সময়েই থাইল্যান্ডে, তুরস্কে এবং অস্ট্রেলিয়াতে আরও ব্যাপক এবং নির্মমভাবে নাশকতামূলক কর্মকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেছে।

ওইসব ঘটনায় আন্তর্জাতিক মিডিয়া এবং যারা নিজেদেরকে বিশ্ববিবেক বলে দাবি করে তারা ছিল একেবারেই ম্রিয়মাণ। অথচ সম্পূর্ণ বিপরীতধর্মী অবস্থান আমরা দেখলাম আমাদের দেশে দুটি দুঃখজনক ঘটনা ঘটার পরে। সব হত্যাকাণ্ডই নিন্দনীয় এবং অবশ্য এ হত্যাকাণ্ডের দায় জাতিকেই নিতে হবে। কিন্তু তার মানে এই নয় যে বাংলাদেশ অনিবার্যভাবে মৌলবাদ এবং জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে।

সর্বশেষ খবর