শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আজ স্বাচিপের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

প্রায় এক যুগ পর আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর কেন্দ্রীয় সম্মেলন আজ। সকাল ৯টায় সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। স্বাচিপ প্রতিষ্ঠার পর আজ চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে স্বাধীনতার পক্ষের চিকিৎসক সমাজের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা কাজ করছে। প্রায় ১৩ হাজার চিকিৎসক স্বাচিপের সমর্থক বলে জানা গেছে। স্বাচিপ সূত্রে জানা গেছে, সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচন হবে ভোটের মাধ্যমে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে।

সভাপতি পদে অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অধ্যাপক ডা. কনক বড়–য়া ও অধ্যাপক ডা. ইকবাল আর্সলানের নাম রয়েছে আলোচনায়। প্রায় এক যুগ ধরে সভাপতির দায়িত্ব পালন করছেন আ ফ ম রুহুল হক। সাধারণ সম্পাদক পদে যাদের নাম আলোচনায় রয়েছে তারা হলেন অধ্যাপক ডা. শরীফুদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. এম এ আজিজ. ডা. হাবিবুন্নবী মিল্লাত এমপি, অধ্যাপক ডা. উত্তম বড়–য়া ও ডা. ইউসুফ ফকির। দুপুর ২টার পর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ভোট অনুষ্ঠিত হবে। সংগঠনটির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৩ সালে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর