শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
টিআইবির মূল্যায়ন

সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি রোধে রসিকে ইতিবাচক পরিবর্তন ঘটেছে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর সিটি করপোরেশনে (রসিক) সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি রোধ, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছে টিআইবি (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ)। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এক পত্র দিয়ে তাদের মূল্যায়নের কথা সিটি করপোরেশনের মেয়রকে অবহিত করেছেন। গতকাল সকালে নগর ভবনে সংবাদ সম্মেলন করে মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু টিআইবির মূল্যায়নপত্রটি গণমাধ্যমকর্মীদের সরবরাহ করেন। পত্রে বলা হয়েছে, টিআইবির কর্মসূচি মূল্যায়নে রংপুর সিটি করপোরেশনে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি রোধ, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির পথে ইতিবাচক পরিবর্তন সম্ভব হয়েছে। সেই সঙ্গে সেবা খাতের মান বৃদ্ধির জন্য সচেতন নাগরিক কমিটির (সনাক) সঙ্গে যৌথভাবে কাজ করার ক্ষেত্রে টিআইবিকে অনুপ্রাণিত করেছে।

এ পরিবর্তনের জন্য মেয়রের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছে টিআইবি।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মেয়র ঝন্টু বলেন, সিটি করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় এর সফলতা বয়ে আনা সম্ভব হয়েছে। সংবাদ সম্মেলনে সিটি করপোরেশনের কর্মকর্তা ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর