শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

রাজনৈতিক তদবির চলবে না : সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো রাজনৈতিক তদবির ও অনুরোধে বদলি-পদোন্নতি চলবে না। তিনি বলেন, যোগ্যতার বিচারে বদলি করা হবে। সরকারের কোনো লোকও যদি প্রকৌশলীকে বদলি করা নিয়ে তদবির করেন তাহলে সেটা সহ্য করা হবে না। গতকাল তেজগাঁও সড়ক ভবনে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ২৬তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনের স্পন্সর হিসেবে রয়েছে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্ট।

সেতুমন্ত্রী বলেন, চলতি মাসের শেষে কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতুর নির্মাণ কাজ শুরু হবে। ঢাকা-চিটাগাং মহাসড়কের ১৯২ কিলোমিটারের মধ্য ১৫৫ কিলোমিটার এরই মধ্যে চারলেনে উন্নীত করা হয়েছে। সম্মেলনে আরও বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এম এ এন ছিদ্দিক, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী ফিরোজ ইকবাল, সমিতির সভাপতি প্রকৌশলী আফতাব হোসেন. সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আমানউল্লাহ।

সর্বশেষ খবর