শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মুফতি আবদুর রহমান ছিলেন ইসলামী অর্থনীতির প্রশিক্ষক ও সম্প্রসারক : বেফাক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) নেতারা বলেছেন, ফকীহুল মিল্লাত মুফতি আবদুর রহমান ছিলেন ইলমে হাদিস ও ইসলামী ফিকহি শাস্ত্রের এশিয়া মহাদেশের শীর্ষস্থানীয় ব্যক্তিদের মধ্যে অন্যতম ফিকাহবিদ এবং ইসলামী অর্থনীতির প্রশিক্ষক ও সম্প্রসারক। তিনি বাতিল ও গোমরাহ ফেরকাহদের বিরুদ্ধে ছিলেন আপসহীন বলিষ্ঠ কণ্ঠস্বর।

গতকাল আল্লামা মুফতি আবদুর রহমান (রহ.)-এর রুহের মাগফিরাত কামনায় বেফাক আয়োজিত দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। তারা আরও বলেন, এ দেশের মুসলমানদের তাহজিব-তমদ্দুন, সাহিত্য-সংস্কৃতি সর্বোপরি ধর্মীয় চাহিদা পূরণার্থে অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন। বেফাক পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবূ ইউসুফ সভায় সভাপতিত্ব করেন। সভায় বেফাক মহাসচিব আল্লামা আবদুল জব্বার জাহানাবাদীর সুস্থতার জন্য দেশের আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও মাদ্রাসাছাত্রসহ দেশবাসীকে দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

আমরা তার রুহের মাগফিরাত কামনা করি, তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই ও শোক প্রকাশ করি। মহান আল্লাহ তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন।

সর্বশেষ খবর