শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বিনা ভোটের সরকার আমরা চাই না

---------------- কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, বিনা ভোটের সরকার আমরা চাই না। এমন সরকার চাই যাদের প্রতি মানুষের সমর্থন থাকবে। গতকাল বিকালে কালিহাতী দলীয় কার্যালয়ের সামনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। কাদের সিদ্দিকী আরও বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে আমি জীবন বাজি না রাখলে যে আওয়ামী লীগ মাটির নিচে থাকত, সেই আওয়ামী লীগের কোনো কৃতজ্ঞতা নেই।’ ১৯৯৯ সালে সখিপুর-বাসাইলের ‘ভোট ডাকাতির’ কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘উপনির্বাচন ৯০ দিন কেন, ৯ বছর পিছিয়ে দিলেও কালিহাতীর মানুষ ভোট চুরি করতে দেবে না। কালিহাতীর মাটিতেই ভোট চোরের কবর রচিত হবে।’ কালিহাতী উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি হাসমত আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীরপ্রতীক, যুগ্ম-সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, টাঙ্গাইল জেলা সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়া মো. হাসান আলী রেজা, সহ-সভাপতি আবুল হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, কালিহাতী উপজেলা সাধারণ সম্পাদক লুৎফর রহমান সিদ্দিকী প্রমুখ।

সর্বশেষ খবর