রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ফ্রান্সে আবার হামলা কেন?

শুক্রবার সন্ধ্যার পর জমজমাট প্যারিস। এ সময়েই ছয়টি স্থানে প্রায় একই সময়ে বিস্ফোরণ ঘটানো হয় এবং বন্ধুকধারীরা হামলা করে। তবে এ হামলা ফরাসি কর্তৃপক্ষের কাছে একেবারেই ‘অপ্রত্যাশিত’ ছিল না। যে কোনো সময় জঙ্গি হামলা হতে পারে এমন আশঙ্কা তাদের মধ্যে আগে থেকেই ছিল। কারণ চলতি বছরের ৭-৯ জানুয়ারি দেশটিতে ধারাবাহিকভাবে কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। হামলার কারণ ছিল ব্যঙ্গাত্মক সাপ্তাহিক শার্লি হেবদোর প্রকাশিত নবী ও রাসুল হজরত (সা.) এর কার্টুন প্রকাশ। তাদের গুলিতে আট কার্টুনিস্ট ও সাংবাদিক এবং দুই পুলিশ কর্মকর্তাসহ ১২ জন নিহত হন। এ হামলার ঘটনা তদন্তকালে পর দিন গুলিতে এক নারী পুলিশ সদস্য নিহত হন। যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম টেলিগ্রাফ ফ্রান্সে বারবার হামলার কারণ নিয়ে একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন করেছে। তবে প্যারিসের মতো শহরে হামলার আশঙ্কা বেশি। কেন? সহজ উত্তরটি হলো, বিশ্বজুড়ে বিভিন্ন স্থানে জঙ্গিদের সঙ্গে লড়ছে ফরাসি সেনা। এ ছাড়া আরও অনেক কারণ আছে, যে জন্য জঙ্গিদের হামলার অন্যতম লক্ষ্যবস্তু ফ্রান্স। এ কারণেই শার্লি এবদোতে হামলার পর ফ্যান্সের প্যারিসে এমন হামলার ঘটনা ঘটল। এখন প্রশ্ন হচ্ছে, এ হামলায় কি আইএসবিরোধী অভিযানে পিছু হঠবে ফ্রান্স? এ ব্যাপারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক শান্তনু চক্রবর্তী বলেন, সম্প্রতি ফ্রান্সের একমাত্র যুদ্ধবিমান বহনকারী জাহাজ ‘শার্ল দ্য গল’কে পারস্য উপসাগরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তাই এই জঙ্গি হামলার ঘটনা ফ্রান্সকে তা থেকে বিরত করার জন্য ঘটানো হতে পারে। তবে এটা দেখার বিযয়, এতে ফরাসি সরকার শেষ পর্যন্ত পিছিয়ে আসে, নাকি আরও বেশি করে আইএসবিরোধী অভিযানে শামিল হয়। অনলাইন

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর