রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ফোবানা সম্মেলনের ভেন্যু পেন্টাগন শেরাটন

শিব্বীর আহমেদ, ওয়াশিংটন

২০১৬ সালের শ্রমিক দিবসের ছুটিতে ওয়াশিংটনে অনুষ্ঠেয় ৩০তম ফোবানা সম্মেলনের ভেন্যু চূড়ান্ত হয়েছে পেন্টাগন শেরাটনে। বৃহস্পতিবার এ ভেন্যু চূড়ান্ত করেন ফোবানা সম্মেলনের আহ্বায়ক এ টি এম আলম, সদস্যসচিব নুরুল আমিন নুরু ও প্রধান সমন্বয়ক করিম সালাউদ্দীন। ওয়াশিংটনের অদূরে আমেরিকার প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের ঠিক পাশেই পেন্টাগন সিটি শেরাটন, ৯০০ সাউথ অরমি স্ট্রিট, আর্লিংটন, ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হবে ৩০তম ফোবানা সম্মেলনের জমকালো আসর। সম্মেলনের আহ্বায়ক এ টি এম আলম জানান, সম্মেলনকে জমকালো আর স্মরণীয় করে রাখার জন্য ওয়াশিংটন ডিসি আর ভার্জিনিয়ার ঠিক মাঝখানে পেন্টাগন শেরাটন হোটেলকে বেছে নেওয়া হয়েছে। সেখানে সম্মেলনের জন্য প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা হোটেলে রয়েছে। নুরুল আমিন বলেন, দর্শকদের সুযোগ-সুবিধার কথা মাথায় রেখেই ৩০তম ফোবানা সম্মেলনের ভেন্যু নির্ধারণ করতে হয়েছে। এখানে ফ্রি পার্কিংসহ অত্যন্ত স্বল্পমূল্যে হোটেল কক্ষের ব্যবস্থা রয়েছে। এদিকে ফোবানা সম্মেলনের ভেন্যু নির্ধারণ হওয়ার পর ওয়াশিংটনে বাংলাদেশি কমিউনিটিতে আনন্দ ছড়িয়ে পড়েছে। ২০১৬ সালে ওয়াশিংটনের মাটিতে একটি ঐক্যবদ্ধ ফোবানা সম্মেলনে অংশগ্রহণ করার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সম্মেলনে প্যারেড, ম্যারাথন, সেমিনার, সিম্পোজিয়ামের আয়োজন করা হবে।

এদিকে, ফোবানা নির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল নভেম্বর মাসেই বাংলাদেশ সফর করছেন। এ ছাড়াও সম্মেলনের স্বাগতিক কমিটির আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফর করার কথা রয়েছে।

সর্বশেষ খবর