রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

শিক্ষানীতি বাস্তবায়নসহ ছয় দফা শিক্ষক সমিতির

নিজস্ব প্রতিবেদক

শিক্ষানীতি-২০১০ বাস্তবায়নসহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিক। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবুল কাশেম, কেন্দ্রীয় নেতা আবু জামিল মো. সেলিম, রঞ্জিত কুমার সাহা, অলকা ঘোষ, কাওছার আলী শেখ প্রমুখ। দাবিগুলোর মধ্যে রয়েছে সরকারি-বেসরকারি শিক্ষকদের বৈষম্য দূর করার জন্য শিক্ষক কর্মচারীদের সমপরিমাণ বার্ষিক প্রবৃদ্ধি, বাড়িভাড়া, উৎসবভাতা, মেডিকেল ভাতা প্রদান। কর্মচারীদের সার্ভিস রুলস বাস্তবায়ন। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী নিয়োগের জন্য পৃথক শিক্ষা সার্ভিস কমিশন গঠন ও স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদফতর প্রতিষ্ঠা। নন এমপিওভুক্ত শিক্ষকদের এমপিওভুক্ত করা।

সর্বশেষ খবর