রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয় ছাত্রসহ ৪ জনের অস্বাভাবিক মৃত্যু

রাজধানীতে পৃথক ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতরা হলেন বনানীতে আকিব মাহমুদ অনিক (২৫). ধানমন্ডিতে ইমাম হোসেন (২৫) ও মোহাম্মদ কামাল (৩০) এবং গুলিস্তানে অজ্ঞাত বৃদ্ধ (৬৫)। পুলিশ তাদের লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠিয়েছে। ধানমন্ডি থানার ওসি নূরে আযম মিয়া জানান, গতকাল রাতে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেলের সামনে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় ইমাম হোসেন নামে এক মোটরসাইকেলের আরোহীর মৃত্যু হয়েছে। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র ছিলেন। তার বাবার নাম সফিউল্লাহ। তাদের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কৃষ্ণপুর গ্রামে। ইমাম ধানমন্ডির ১ নম্বর রোডের ১০ নম্বর বাড়িতে থাকতেন। এ ঘটনায় বাসসহ এর চালককে আটক করা হয়েছে।

বনানী থানার ওসি সালাউদ্দিন খান জানান, শুক্রবার সন্ধ্যায় বনানীতে সড়ক দুর্ঘটনায় সহকারী চলচ্চিত্র পরিচালক আকিব আহত হন। তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান।  গতকাল দুপুরে জিগাতলায় চতুর্থ তলায় কাজ করছিলেন নির্মাণ শ্রমিক কালাম। সেখান থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গতকাল সন্ধ্যায় গুলিস্তান মওলানা ভাসানী স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত এক বৃদ্ধকে অচেতন অবস্থায় উদ্ধার করে পল্টন থানা পুলিশ। তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর