রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আওয়ামী লীগই বিএনপিকে নতুন জীবন দিয়েছে : এরশাদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, রাজনৈতিকভাবে বিএনপির উত্থানের জন্য আওয়ামী লীগই দায়ী। তিনি বলেন, ২০০৮ সালে রাজনীতি থেকে বিএনপি নিশ্চিহ্ন হয়ে যেত। আওয়ামী লীগই ওই সময় বিএনপিকে নতুন জীবন দিয়েছে। তারাই দলটিকে সুযোগ করে দিয়েছে। এ জন্য আওয়ামী লীগই দায়ী। গতকাল রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন হলে দলের ঢাকা মহানগর উত্তরের কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতির সভাপতিত্বে কাউন্সিলে বক্তব্য রাখেন বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কেন্দ্রীয় নেতা সালমা ইসলাম, সাইদুর রহমান টেপা, মীর আবদুস সবুর আসুদ, সুনীল শুভরায়, বাহাউদ্দিন আহম্মদ বাবুল, জাফর উল্লা মজুমদার আজাদ, এনাম জয়নাল আবেদীন, শাহ আলম তালুকদার, ইসহাক ভূইয়া প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর