সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এবার বিএনপি ছাড়লেন রুমী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর পর এবার দল ছাড়লেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এম এম শাহরিয়ার রুমী। ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতির দায়িত্বেও ছিলেন তিনি। ২০০১ সালের জাতীয় নির্বাচনে ফরিদপুর-৫ (ভাঙ্গা) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হওয়ার পর আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দেন তিনি। এবার বিএনপি ছেড়ে নিজের ঘরেই ফিরার আগ্রহ প্রকাশ করলেন রুমী। এই রাজনীতিক এখন তার জীবনের বাকি সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগেই কাটানোর প্রত্যয় ব্যক্ত করেছেন। গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে। রুমী জানান, ইতিমধ্যেই ওই পদত্যাগপত্র বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপনের কাছে পাঠানো হয়েছে। বিএনপির সব পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।

ফরিদপুর প্রতিনিধি জানান, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর অ্যাডভোকেট শামছউদ্দীন মোল্লার বড় ছেলে শাহরিয়ার রুমীর পদত্যাগে এলাকায় দল কিংবা মানুষের মনে তেমন কোনো প্রভাব পড়েনি। বরং স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাকে একজন দলবদলকারী সুবিধাবাদী ও ক্ষমতালিপ্সু রাজনীতিবিদ হিসেবেই দেখছেন। তা ছাড়া অনেক দিন থেকেই তিনি দলে নিষ্ক্রিয় ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর