সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আঙ্গুলের ছাপ পদ্ধতিতে সিম নিবন্ধন শুরু

নিজস্ব প্রতিবেদক

শুরু হলো আঙ্গুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতিতে  মোবাইল ফোনের সিম নিবন্ধন কার্যক্রম। গতকাল পরীক্ষামূলকভাবে বিভিন্ন কোম্পানির কাস্টমার কেয়ারে এ কার্যক্রম পরিচালনা করা হয়। দুপুরে রাজধানীর গুলশানে কয়েকটি মোবাইল অপারেটরের রেজিস্ট্রেশন কার্যক্রম পরিদর্শন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এ সময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, আগামী ১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে চূড়ান্তভাবে নিবন্ধন প্রক্রিয়া শুরু করবেন অপারেটররা। চলবে আগামী বছরের ২৬ এপ্রিল পর্যন্ত। তিনি বলেন, ভুয়া পরিচয় এবং নিবন্ধন না করে সিম কিনে অপরাধীদের ব্যবহার ঠেকাতে গ্রাহকদের তথ্য যাচাই ও সিম পুনঃনিবন্ধনের এই উদ্যোগ  নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এনআইডির তথ্য ভাণ্ডারে গ্রাহক তথ্য থাকবে। পরবর্তীতে বিটিআরসির কাছে গ্রাহক তথ্য সংরক্ষণ করা হবে। এর আগে গত ২১ অক্টোবর সচিবালয়ে বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে পরীক্ষামূলকভাবে সিম নিবন্ধনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও  যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

গ্রাহকরা মোবাইল ফোন থেকে এসএমএস করে অথবা  মোবাইল অপারেটরের ওয়েবসাইটে গিয়ে সিম নিবন্ধন সঠিক হয়েছে কিনা, তা যাচাই করতে পারবেন। ২০১২ সালের পর কেনা সিমের ক্ষেত্রে গ্রাহকরা নিজেরাই উদ্যোগী হয়ে তথ্য পাঠিয়ে তা যাচাই করতে পারবেন।

সর্বশেষ খবর