সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এলডিপি নেতা রেদোয়ানের মামলা চলবে

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে এলডিপি নেতা  রেদোয়ান আহমেদের করা রিট আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এ বিষয়ে রেদোয়ান আহমেদের করা লিভ টু আপিল খারিজ করে গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। এর ফলে নিæ আদালতে এ মামলার কার্যক্রম চলতে আইনগত কোনো বাধা নেই বলে সাংবাদিকদের জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। আদালতে রেদোয়ান আহমেদের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।

রেদোয়ান আহমেদ, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তৎকালীন চেয়ারম্যান কবির আহমেদ ও মহাসচিব শাহ আলম চৌধুরীর বিরুদ্ধে ২০০৭ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর রমনা থানায় দুদক মামলাটি করে। এ মামলায় সংগঠনের অনুমোদন ছাড়া মুক্তিযোদ্ধা সংসদের তহবিল থেকে ৫০ লাখ টাকা তুলে সংগঠনের কল্যাণে ব্যয় না করার অভিযোগ আনা হয়েছে। এ মামলায় দুদকের দেওয়া অভিযোগপত্র ওই বছরের ১৭ অক্টোবর আমলে নেন আদালত। পরে মামলার বৈধতা চ্যালেঞ্জ করে রেদোয়ান আহমেদ হাইকোর্টে রিট করেন।

সর্বশেষ খবর