সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এবার বিস্ফোরণে কেঁপে উঠল তুরস্ক, নিহত ৫

তৌহিদুল ইসলাম, তুরস্ক

ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলায় রক্তের দাগ না শুকাতেই আত্নঘাতী বিস্ফোরণে কেঁপে উঠেছে তুরস্ক। গতকাল জি-২০ সামিট শুরুর আগে তুরস্ক-সিরিয়া সীমান্তে গাজিয়ান্তেপ শহরে গভর্নর অফিসের সামনে আÍঘাতী এই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মারা গেছেন ৫ পুলিশকর্মী। এ বিম্ফোরণের পেছনেও আইএস জঙ্গিদের হাত রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একজন আÍঘাতী জঙ্গি শরীরে বিস্ফোরক বেঁধে গভর্নর অফিসের চত্বরে ঢুকে পড়ে। এরপরই তীব্র বিস্ফোরণ হয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আশপাশে কিছু গাড়িতেও আগুন ধরে যায়। পুলিশ এ ঘটনায় দুই নারীকে আটক করেছে। এ ছাড়া ৩ শিশুকেও নিজেদের হেফাজতে নিয়েছে।

এদিকে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর নেতারা জি ২০ জোটের ১০তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন। গতকাল শুরু দুই দিনব্যাপী গ্রুপ অব টোয়েনটি ফিন্যান্স মিনিস্টারস অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক গভর্নর্স সম্মেলনে জি ২০ দেশসমূহের রাষ্ট্রপ্রধান এবং সরকারপ্রধান তাদের নিজ নিজ দেশের পক্ষে প্রতিনিধিত্ব করছেন। দেশগুলো হলো আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য, আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়ন।

সর্বশেষ খবর