বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

দুদকের তদন্তকারীদের বিরুদ্ধেই তদন্ত করা উচিত ----- তাহজিব আলম সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী বলেছেন, এটি দিবালোকের মতো সত্য যে, শর্ষেতে ভূত আছে। দুদকের যারা তদন্তের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধেই তদন্ত করা উচিত। জাতীয় সংসদের অস্টম অধিবেশনে গতকাল সন্ধ্যায় অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। বেসিক ব্যাংকের গলদ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তারা কোনোরূপ প্রভাবিত হয়ে অনেককে  মামলা থেকে বাদ দিয়েছে কী না- সেটাও খতিয়ে দেখা উচিত।  তিনি বলেন, যদি দুদক সত্যিই নখদন্তহীন হয়, তাহলে সান্ত্বনাসূচক এই দুর্নীতি মামলা তদন্তেরই বা কী প্রয়োজন ছিল? একটি কেলেঙ্কারি শুধু আরেকটি কেলেঙ্কারির জন্ম দিল।

সর্বশেষ খবর