বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্রাথমিক সমাপনী পরীক্ষা ৮ সেট প্রশ্নে

নিজস্ব প্রতিবেদক

প্রশ্নফাঁস ঠেকাতে ৬৪ জেলাকে আটটি অঞ্চলে ভাগ করে আট সেট প্রশ্নে এবার প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা নেবে সরকার। কোন জেলা কোন অঞ্চলে থাকবে প্রাথমিক শিক্ষা অধিদফতরের শীর্ষ কর্মকর্তারা ছাড়া আর কেউ তা জানতে পারবেন না। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র গতকাল এসব তথ্য জানিয়েছে। আট অঞ্চলের জন্য নির্ধারিত প্রশ্নপত্র ইতিমধ্যে জেলায় জেলায় পাঠিয়ে দিয়েছে মন্ত্রণালয়। এর আগে এক সেট প্রশ্নে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এই সমাপনী পরীক্ষা নেওয়া হতো। এ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছিল কয়েক বছর ধরেই। আগামী ২২ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত বেলা ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ৩২ লাখের বেশি শিক্ষার্থী। পরীক্ষার বিস্তারিত জানাতে আজ বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সর্বশেষ খবর