বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
গণতদন্ত কমিটির প্রতিবেদন

মেডিকেলে প্রশ্নফাঁস হয়েছে আবার পরীক্ষার সুপারিশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে গঠিত গণতদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ভর্তি পরীক্ষায় ব্যাপক অনিয়ম ও বাণিজ্যিক তৎপরতা, টাকার বিনিময়ে ভর্তি নিশ্চিত করার জন্য প্রশ্নফাঁসসহ বিভিন্ন পথ অবলম্বন করা হয়েছে। এ প্রক্রিয়ায় সক্রিয় ও সুবিধাভোগীদের মধ্যে কিছু কোচিং সেন্টার, প্রাইভেট মেডিকেল ও ডেন্টাল কলেজ, দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ও তাদের এজেন্টরা অন্তর্ভুক্ত বলে দাবি করেছে কমিটি। প্রতিবেদনে কমিটি কিছু যুক্তি উপস্থাপনসহ পুনরায় ভর্তি পরীক্ষার সুপারিশ করে। এ ছাড়া সরকার থেকে একটি স্বাধীন উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করে দোষীদের শনাক্ত করে শাস্তির বিধান করার দাবি জানানো হয়। আর সরকার উদ্যোগী না হলে জাতীয় মানবাধিকার কমিশনকে স্বতঃপ্রণোদিত হয়ে এ বিষয়ে তদন্ত পরিচালনা করে সরকারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সুপারিশ করেছে কমিটি।

সম্মেলনে কমিটির আহ্বয়ক অধ্যাপক আনু মুহাম্মদ, ড. আহমেদ কামাল, ডা. ফজলুর রহমান, প্রকৌশলী ম. ইনামুল হক, সাংবাদিক আবু সাইদ খান, শিক্ষাবিদ এ এন রাশেদা, ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়–য়া, ড. তানজীমউদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর