বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

দেওয়ান ফরিদ গাজীর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

দেওয়ান ফরিদ গাজীর

পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য দেওয়ান ফরিদ গাজীর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। মরহুম দেওয়ান ফরিদ গাজী হবিগঞ্জের দিনারপুর পরগনার দেবপাড়া গ্রামে ১৯২৪ সালের ১ মার্চ জম্নগ্রহণ করেন। ১৯৪২ সালে কুইট ইন্ডিয়া আন্দোলনের মধ্য দিয়ে দেওয়ান ফরিদ গাজী ছাত্র রাজনীতিতে যোগ দেন। ’৪৫ সালে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আহ্বানে আসামে বাঙাল খেদাও আন্দোলনে যোগ দেন তিনি। এ ছাড়া ’৪৭ সালে গণভোট, ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, আইয়ুববিরোধী গণঅভ্যুত্থান, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ, ’৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলন, ’৯৪ সালে সিলেট বিভাগ বাস্তবায়ন আন্দোলনে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ’৭৩ সালে দেওয়ান ফরিদ গাজী স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী এবং পরে বাণিজ্য প্রতিমন্ত্রী হন।

দেওয়ান ফরিদ গাজী ১৯৭০ সালে সিলেট-১ আসন থেকে পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য এবং ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন এবং মৃত্যুর আগ পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১০ সালের ১৯ নভেম্বর তিনি ইন্তেকাল করেন। দেওয়ান ফরিদ গাজী ২ মেয়ে ও ৬ ছেলের জনক। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট ও নবীগঞ্জ-বাহুবলে বিভিন্ন দরগা, মাদ্রাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে হযরত শাহজালাল (রহ.)-এর দরগায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সর্বশেষ খবর