বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ঢাকায় লা মেরিডিয়ানের আনুষ্ঠানিক যাত্রা

নিজস্ব প্রতিবেদক

ঢাকার নতুন পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানের যাত্রা শুরু হলো। রবিবার বিমানবন্দর সড়কে অবস্থিত আন্তর্জাতিকমানের এ হোটেলটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জুনে অনানুষ্ঠানিকভাবে হোটেলটির কাজ শুরু হলেও রবিবার আড়ম্বরভাবে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। লা মেরিডিয়ান ঢাকার স্বত্বাধিকারী প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান আমিন মোহাম্মদসহ অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হোটেলটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দেশি-বিদেশি সাংবাদিকদের জানিয়েছেন হোটেলের যাবতীয় সুযোগ-সুবিধার কথা। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হোটেলটির মহাব্যবস্থাপক অশ্বিনী নায়ার এবং স্টারউড হোটেলস ও রিসোর্টের সহযোগী পরিচালক আকাক্সক্ষা মহেশ্বরী।

সাংবাদিকদের জানানো হয়, আয়তন ও রুমের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় পাঁচ তারকা হোটেল এখন লা মেরিডিয়ান ঢাকা। এর ব্যবস্থাপনার দায়িত্ব স্টারউড হোটেলস অ্যান্ড রিসোর্টের। ১৯৭২ সালে মূলত এয়ার ফ্রান্সের মালিকানায় ফ্রান্সে লা মেরিডিয়ানের যাত্রা শুরু হয়েছিল। ২০০৫ সালে এটি স্টারউড অধিগ্রহণ করে। শুরুতে লা মেরিডিয়ান ইউরোপের বাইরে মধ্যপ্রাচ্যে হোটেল ব্যবসা শুরু করলেও পরে তারা অন্যান্য অঞ্চলে যাত্রা করে। এখন দক্ষিণ এশিয়ায় রয়েছে লা মেরিডিয়ানের অভিজাত উপস্থিতি।

সর্বশেষ খবর