শিরোনাম
শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিবেদন

লিঙ্গ সমতায় নেতৃত্বে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

নারী-পুরুষের ব্যবধান কমিয়ে আনার ক্ষেত্রে ধারাবাহিক উন্নতির মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ায় শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ। বিশ্বের ১৪৫টি দেশে নারীর পরিস্থিতি নিয়ে করা এ সূচকে বাংলাদেশের অবস্থান এবার ৬৪তম। গত বছর ১৪২টি দেশের মধ্যে বাংলাদেশ ছিল ৬৮ নম্বরে। জেনেভাভিত্তিক বিশ্ব অর্থনৈতিক ফোরাম গত বুধবার ‘বিশ্ব লিঙ্গ বৈষম্য প্রতিবেদন ২০১৫’ প্রকাশ করে। এতে এ তথ্য উল্লেখ করা হয়েছে। অর্থনৈতিক অংশগ্রহণ, শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়ন এই চার মাপকাঠির ভিত্তিতে প্রতি বছর এই সূচক প্রকাশ করা হয়। সূচকে বাংলাদেশের অবস্থানের উন্নতির পাশাপাশি স্কোরেও অগ্রগতি হয়েছে। গত বছর বাংলাদেশের স্কোর ছিল শূন্য দশমিক ৬৯৭, এবার তা বেড়ে শূন্য দশমিক ৭০৪। সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে স্বাস্থ্য খাতে। এবার ২৭ ধাপ এগিয়ে ৯৫তম অবস্থানে উঠে এসেছে।

সর্বশেষ খবর