শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বাংলাদেশ প্রতিদিনে গত ৮ নভেম্বর প্রকাশিত ‘এমপির বেপরোয়া ভাতিজারা’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ময়মনসিংহ ১১ আসনের এমপি অধ্যাপক ডা. এম আমানউল্লাহ। প্রতিবাদলিপিতে তিনি বলেন, সংবাদে উপস্থাপিত সব তথ্যই মিথ্যা, বানোয়াট ও বাস্তবতা বিবর্জিত। আমার রাজনৈতিক প্রতিপক্ষ গত ২০-২৫ বছর দলীয় পদ ব্যবহার করে নিজস্ব ক্যাডার বাহিনীর মাধ্যমে চাঁদাবাজি ও অস্ত্রবাজি করছে। অবৈধভাবে জমি দখল, সরকারি-বেসরকারি কাজে হস্তক্ষেপ, নিরীহ মানুষের ওপর জুলুম-অত্যাচার, শ্রমিক ইউনিয়ন কুক্ষিগত করে বাসস্ট্যান্ড দখলসহ নানা অপকর্মের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এসব অন্যায় কাজে বাধা দেওয়া ও গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমার ভাতিজারা এগিয়ে আসার কারণেই তাদের স্বার্থে আঘাত লেগেছে। অধ্যাপক ডা. এম আমানউল্লাহ এমপি আরও উলে­খ করেন, আমার প্রতিপক্ষ তাদের কুকর্মগুলো ধামাচাপা দেওয়ার জন্য ষড়যন্ত্রের অংশ হিসেবে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমাজে আমার ভাতিজাদের ব্যক্তি ইমেজ নষ্ট এবং রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে সর্বোপরি আমাকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে।

সর্বশেষ খবর