শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সিলেটে শিশু সাঈদ হত্যা মামলায় ৫ জনের সাক্ষ্য

নিজস্ব প্রতিবেদক, সিলেট

স্কুলছাত্র আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। গতকাল সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুর রশিদের আদালতে পাঁচ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয় বলে জানিয়েছেন আদালতের বিশেষ পিপি আবদুল মালেক। এরা হলেন- সাঈদের বাবা ও মামলার বাদী মতিন মিয়া, আশরাফুজ্জামান আজম, ফিরোজ আহমদ, ওলিউর রহমান ও শফিকুল ইসলাম আলকাছ। ২২ নভেম্বর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য্য করেছেন আদালত। মঙ্গলবার আদালতে পুলিশ সদস্যসহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযুক্তরা হলেন- সিলেটের বিমানবন্দর থানার কন্সটেবল (বরখাস্ত) এবাদুর রহমান, জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক আবদুর রাকিব, প্রচার সম্পাদক মাহিব হোসেন মাসুম ও র‌্যাবের কথিত সোর্স আতাউর রহমান গেদা।

 

গত ১১ মার্চ নগরীর শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আবু সাঈদ অপহƒত হয়। পরে অপহরণকারীরা পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনার তিনদিন পর ১৪ মার্চ রাতে নগরীর ঝর্ণার পাড় সোনাতলা এলাকার একটি বাসা থেকে সাঈদের লাশ উদ্ধার করে পুলিশ। ১৫ মার্চ নিহতের বাবা আবদুল মতিন কোতোয়ালি থানায় মামলা করেন। ২৩ সেপ্টেম্বর চারজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অভিযুক্তদের মধ্যে এবাদুর, রাকিব ও গেদা ১৬৪ ধারায় জবানবন্দি দেন। মাসুম পলাতক ছিলেন। ৮ নভেম্বর আদালত গ্রেফতারি পরোয়ানা ও  মালামাল ক্রোকের নির্দেশ দিলে ১০ নভেম্বর পলাতক মাসুম আÍসমর্পণ করে।

সর্বশেষ খবর