শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ঐশীর ডেথ রেফারেন্স হাইকোর্র্টে

নিজস্ব প্রতিবেদক

পুলিশ দম্পতি মাহফুজুর রহমান ও স্বপ্না রহমানকে হত্যার দায়ে তাদের মেয়ে ঐশী রহমানকে ফাঁসির আদেশ দিয়ে বিচারিক আদালতের দেওয়া রায়ের নথিসহ ডেথ রেফারেন্স হাইকোর্টে এসেছে। গতকাল দুপুরে এ নথি হাইকোর্টে আসে। হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। এ মামলায় বিচারিক আদালতের রায়ের ভিত্তিতে ডেথ রেফারেন্সসহ আসামি পক্ষের আপিল আবেদনের নিষ্পত্তি হবে হাইকোর্টে। রায়ের পরই আপিল করবেন বলে জানিয়েছিলেন ঐশী। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় ১২ নভেম্বর তাদের একমাত্র মেয়ে ঐশী রহমানকে মৃত্যুদণ্ড দেন ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ। ২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগে নিজ বাসা থেকে এই পুলিশ দম্পতির ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ঐশী গৃহকর্মী সুমীকে নিয়ে রমনা থানায় আÍসমর্পণ করেন।

সর্বশেষ খবর