শিরোনাম
রবিবার, ২২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সাকা-মুজাহিদের ফাঁসি কার্যকর উচিত হবে না :মার্কিন পররাষ্ট্র দফতর

প্রতিদিন ডেস্ক

মার্কিন পররাষ্ট্র দফতর সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখার সমালোচনা করে বলেছে, যতদিন পর্যন্ত বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানে উন্নীত না হবে, ততদিন পর্যন্ত একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে কাউকে শাস্তি দেওয়া উচিত হবে না। খবর এপির।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির বিষয়ে সংশ্লিষ্ট আইন প্রণেতারা গতকাল বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করা উচিত নয়, যতক্ষণ না ওই বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানে পৌঁছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর