শিরোনাম
রবিবার, ২২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
ডা. পিয়ারোর ওপর হামলা

জামায়াত নেতা ভুট্টোর দুই দিনের রিমান্ড মঞ্জুর

দিনাজপুর প্রতিনিধি

ইতালির নাগরিক ফাদার ডা. পিয়ারো পারোলারি সামিওর ওপর হামলার মামলায় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্টোকে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ডিবির ওসি রেদওয়ানুর রহিম বলেন, বৃহস্পতিবার বিকালে দিনাজপুর সদর আমলী আদালতে অ্যাডভোকেট ভুট্টোকে জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত এক দিন মঞ্জুর করেছিলেন। শুক্রবার বিকালে তাকে জেলা কারাগার থেকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। রিমান্ড শেষে গতকাল বিকালে আদালতে তার দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত দুই দিন মঞ্জুর করেন। এদিকে, পিয়ারোর ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তার শুভাকাক্সক্ষীরা। ঘটনার পর মিশনারিদের মাঝে বিরাজ করছে আতঙ্ক। ডা. পিয়ারোর ওপর হামলার ঘটনায় সুইহারি নোভারা মিশন ও কসবা মিশনের বাসিন্দাদের প্রশ্ন- কেন একজন নিরীহ বিদেশিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছিল। তার সহকারী ক্যাথলিক চ্যারিটেবল ডিসপেনসারি পাত্রাস হেম্বরম কম্পাউন্ডার জানিয়েছেন, ২৪ ঘণ্টা পিয়ারো রোগীদের সেবা দিতেন। ফাদার ফ্রাঙ্কো কাগনা সাংবাদিকদের বলেন, সব ধর্মের মানুষ এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে আমাদের কাছে ফোন করেন। এদিকে বিদেশিদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার কথা জানালেন পুলিশ সুপার রুহুল আমীন।

উল্লেখ্য, বুধবার সকাল পৌনে ৮টায় সাইকেলে চড়ে যাওয়ার সময় বিআরটিসি ডিপোর সামনের সড়কে দুর্বৃত্তের গুলিতে আহত হন ফাদার পিয়ারো পারোলারি।

সর্বশেষ খবর