রবিবার, ২২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

কাগতিয়া মাদ্রাসার জলসা অনুষ্ঠিত

বর্তমানে সাধারণ শিক্ষার সঙ্গে পাল্লা দিয়ে মাদ্রাসা শিক্ষাও এগিয়ে যাচ্ছে। মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা দীনি শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায় শিক্ষিত হচ্ছে। একটি প্রতিষ্ঠানকে সফলতার শিখরে পৌঁছানোর জন্য যা যা প্রয়োজন, সবই কাগতিয়া এশাতুল উলুম কামিল মাদ্রাসায় বিদ্যমান। প্রশাসনিক ও একাডেমিক ভবন, আধুনিক সম্মেলন কক্ষ, উন্নতমানের লাইব্রেরি, বিশাল মাঠসহ উন্নত শিক্ষার যাবতীয় ও উপকরণ সমৃদ্ধ একটি দীনি আধুনিক প্রতিষ্ঠান হিসেবে এ মাদ্রাসা মডেল হয়ে আছে। গতকাল এনামী জলসায় বক্তারা এসব কথা বলেন। বিজ্ঞপ্তি

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়তুল মোদাররেছিনের মহাসচিব আল্লামা অধ্যক্ষ শাব্বির আহমদ মোমতাজী, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কে এম ছায়েফ উল্লাহ, চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর, অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলাম, অধ্যাপক মুহাম্মদ আবুল হাসান, অধ্যাপক অলি আহাদ চৌধুরী, অধ্যাপক সাইফুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর