মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

হাস্যোজ্জ্বল নূর হোসেনের চাঁদাবাজি মামলায় হাজিরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সাত হত্যা মামলার প্রধান আসামি নূর হোসেনকে গতকাল চাঁদাবাজির একটি মামলায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এবারও আদালতে হাজির করার সময় তিনি ছিলেন হাস্যোজ্জ্বল। এর আগে ১৩ নভেম্বর ভারত থেকে ফিরিয়ে এনে তাকে আদালতে তোলা হয়েছিল। নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান জানান, সিদ্ধিরগঞ্জ থানার এক চাঁদাবাজি মামলায় নূর হোসেনকে সকাল সাড়ে ৯টায় কাশিমপুর কারাগার থেকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরিফের আদালতে তোলা হয়। এ মামলায় মোট ১৩ জন আসামি। নূর হোসেন এ মামলার চার্জশিটভুক্ত আসামি। এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। হাজিরা শেষে সকাল ১০টায় তাক ফের কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়। মামলাটির বাদী জনৈক আকরাম হোসেন। আদালতে নূর হোসেনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। কোনো জামিনের আবেদন করা হয়নি। প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর ৩০ এপ্রিল ছয়জনের ও পরদিন আরেকজনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি ও আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয়কুমার পাল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

 

এ মামলায় র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এম এম রানাকে চাকরিচ্যুত করে গ্রেফতার করা হয়। এক বছর ধরে তদন্ত শেষে সেলিনা ইসলামের মামলার এজাহারভুক্ত পাঁচ আসামি (সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু, ঠিকাদার হাসমত আলী হাসু, বিএনপি নেতা ও জমি ব্যবসায়ী ইকবাল হোসেন, সদ্য আওয়ামী লীগে যোগদানকারী আনোয়ার হোসেন আশিক)-কে বাদ দিয়ে র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা ও নূর হোসেনসহ ৩৫ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর