মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

৩৪তম বিসিএসের ফল কেন অবৈধ নয় : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

৩৪তম বিসিএস পরীক্ষার ফলাফল কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। ৩৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা কেন পুনরায় গ্রহণ করা হবে না তা রুলে জানতে চাওয়া হয়েছে। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী নুর-উস সাদিক। চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান, শিক্ষা সচিব, জনপ্রশাসন সচিব, অর্থ সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। ৩০ আগস্ট পিএসসির ওয়েবসাইটে ৩৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

ওই ফলাফলে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন দুই হাজার ১৫৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে। ফলাফল প্রকাশে যথাযথ নিয়ম অনুসরণ না করার অভিযোগে এ রিট করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর