মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ফাঁসি কার্যকরে জাতি দায়মুক্ত হয়েছে

------------- ক্যাপ্টেন তাজ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম বলেছেন, দুই শীর্ষ যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকরের মধ্য দিয়ে জাতি কলঙ্ক ও দায়মুক্ত হয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছেন।

গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তিনি এ কথা বলেন। জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটি ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে। জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটি মহাসচিব শফিকুল বাহার মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন শরিফ উদ্দিন, আনোয়ার হোসেন পাহাড়ী বীরপ্রতীক, আবুল খায়ের, ফজলুল হক বীরপ্রতীক, হুমায়ুন কবির, শফিকুল ইসলাম প্রমুখ। ক্যাপ্টেন তাজ আরও বলেন, জামায়াত একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এ দেশের সাধারণ মানুষের ওপর গণহত্যা-ধর্ষণ-নির‌্যাতন-লুটপাট চালিয়েছিল। সেই জামায়াতের রাজনীতি বন্ধ করা সময়ের দাবি। আশা করি আগামী কয়েক মাসের মধ্যেই জামায়াতকে নিষিদ্ধ করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর