শিরোনাম
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বুলুসহ বিএনপির ২৩ নেতা-কর্মীকে গ্রেফতারের নির্দেশ

আদালত প্রতিবেদক

রাজধানীর বিমানবন্দর থানার নাশকতার একটি মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লা বুলুসহ ২৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা এ গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল সাংবাদিকদের জানান, এ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে ৩৩ আসামির মধ্যে ২৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলার অন্য ১০ আসামি আদালতে হাজির ছিলেন। গ্রেফতারি পরোয়ানাভুক্ত উলে­খযোগ্য আসামিরা হলেন বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লা বুলু, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি নেতা মারুফ কামাল খান সোহেল, আজিজুল বারী হেলাল, সাইফুল আলম নিরব, হাবিব-উন-নবী খান সোহেল।এর আগে নাশকতার অভিযোগে চলতি বছর ৪ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে রাজধানীর বিমানবন্দর থানা পুলিশ বাদী হয়ে মামলাটি করে।

পরে ঘটনা তদন্ত করে ১২ জুলাই আদালতে ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

এদিকে রাজধানীর শাহজাহানপুর থানার নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। গতকাল আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান নতুন করে এ দিন ধার্য করেন। এর আগে ২০১৩ সালের ২ মার্চ হরতাল চলাকালে শাহজাহানপুর থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলাটি করে। পরে একই বছরের ২০ মার্চ বিএনপির ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর