বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

রুশ যুদ্ধবিমান ভূপাতিত করেছে তুরস্ক

ক্ষুব্ধ পুতিনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

সিরিয়ায় অভিযানরত একটি রুশ যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করেছে তুরস্ক। তুরস্কের দাবি তাদের আকাশসীমা লঙ্ঘন করায় রাশিয়ান যুদ্ধবিমানটি গুলি করে ভূপাতিত করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন যেখানে রাশিয়া সন্ত্রাসী ও জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে সেখানে তুরস্কের এই আচরণ পেছন থেকে ছুরি মারার মতো। এ ঘটনার সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভ্লাদিমির পুতিন। উল্লেখ্য, তুরস্ক সামরিক জোট ন্যাটোর সদস্য। এ অবস্থায় ব্রাসেলসে গতকাল ন্যাটোর রাষ্ট্রদূতরা আলোচনায় বসেছেন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের কয়েকটি সূত্র জানিয়েছে, বিমানটি রাশিয়ার এসইউ-২৪ যুদ্ধবিমানটি কয়েক দফায় তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। তুরস্কের সামরিক বাহিনী বলেছে, গুলি করার আগে তুর্কি জঙ্গিবিমানগুলো ৫ মিনিটের মধ্যে অন্তত ১০ বার বিমানটিকে আকাশসীমা লঙ্ঘনের বিষয়ে সতর্ক করে ছিল। কিন্তু পাইলটরা তা অমান্য করায় ভূমি থেকে ছোড়া গোলার আঘাতে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় বিমানে দুই পাইলট প্যারাস্যুট দিয়ে বেরিয়ে আসতে পেরেছেন। কিন্তু তাদের ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি।  বিমানটির পাইলটদের একজন সিরিয়ায় তুর্কমেন বাহিনীর জিম্মায় আছে বলে এক অসমর্থিত খবরে জানা গেছে। বিবিসি, এএফপি।

১৯৫০-এর দশকের পর এই প্রথম ন্যাটোভুক্ত কোনো  দেশের সশস্ত্র বাহিনী রাশিয়ান কিংবা সোভিয়েত সামরিক বিমান ভূপাতিত করল। ক্রেমলিনের মুখপাত্র একে ‘খুবই মারাÍক ঘটনা’ বলে বর্ণনা করেছেন। এ ঘটনার জন্য দুই দেশ বড় কোনো সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি, এএফপি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর